সাংবাদিকরা জাতির কল্যাণে কাজ করবে, প্রত্যাশা মাওলানা জব্বারের

“সাংবাদিকরা জাতির কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করে দেশবাসী” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
মঙ্গলবার (১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সাংবাদিক ও সংবাদপত্র, এ দুটোই দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ দুটো যদি নড়বড়ে হয়, তাহলে বুঝতে হবে দেশ ঝুঁকিতে আছে। গত ১৭ বছর ফ্যাসিস্টদের আমলে সংবাদকর্মীদের কোনো ধরনের স্বাধীনতা ছিল না। এখন যেভাবে অবাধ ও নিরপেক্ষভাবে লিখছে বা লিখতে পারছে — স্বাধীনতার পরে কখনোই এমনটা সম্ভব হয়নি।”
মাওলানা জব্বার আরও বলেন, “আমরা চাই, ‘জুলাই বিপ্লব’-এর মূল স্পিরিটকে ধারণ করে, যে যেখানেই আছি, সত্য প্রকাশের ক্ষেত্রে দেশের জন্য সাদাকে সাদা আর কালোকে কালো বলে যাবো। আর কোনো নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজ কোনোভাবেই সহায়ক হবে না।”