০২ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ১ জুলাই ২০২৫

সাংবাদিকরা জাতির কল্যাণে কাজ করবে, প্রত্যাশা মাওলানা জব্বারের 

সাংবাদিকরা জাতির কল্যাণে কাজ করবে, প্রত্যাশা মাওলানা জব্বারের 

“সাংবাদিকরা জাতির কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করে দেশবাসী” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

মঙ্গলবার (১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সাংবাদিক ও সংবাদপত্র, এ দুটোই দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ দুটো যদি নড়বড়ে হয়, তাহলে বুঝতে হবে দেশ ঝুঁকিতে আছে। গত ১৭ বছর ফ্যাসিস্টদের আমলে সংবাদকর্মীদের কোনো ধরনের স্বাধীনতা ছিল না। এখন যেভাবে অবাধ ও নিরপেক্ষভাবে লিখছে বা লিখতে পারছে — স্বাধীনতার পরে কখনোই এমনটা সম্ভব হয়নি।”

মাওলানা জব্বার আরও বলেন, “আমরা চাই, ‘জুলাই বিপ্লব’-এর মূল স্পিরিটকে ধারণ করে, যে যেখানেই আছি, সত্য প্রকাশের ক্ষেত্রে দেশের জন্য সাদাকে সাদা আর কালোকে কালো বলে যাবো। আর কোনো নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজ কোনোভাবেই সহায়ক হবে না।”

সর্বশেষ

জনপ্রিয়