০২ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৬, ১ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থানে শহীদ স্বজনের কবর জিয়ারত এনসিপির

জুলাই অভ্যুত্থানে শহীদ স্বজনের কবর জিয়ারত এনসিপির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকায় এই জিয়ারত অনুষ্ঠিত হয়।

এ সময় স্বজনসহ জুলাই আন্দোলনে নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জিয়ারত শেষে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী। তিনি বলেন, “জুলাই বিপ্লবীরা যারা একবার মাঠে নেমেছিল, তারা আর ঘরে ফেরেনি। তারা এখনও মানুষের দাবি নিয়ে মাঠে আছে। যারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইবেন, তাঁদের পরিণতিও ফ্যাসিস্টদের মতই হবে। এই জুলাইয়ের প্রতিটি দিনেই আমরা কিছু না কিছু করতে চাই।”

শওকত আলী আরও বলেন, “যে প্রত্যাশা নিয়ে আমরা জুলাইয়ে অংশ নিয়েছিলাম, সেটা আজও পূরণ হয়নি। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা শুধু ক্ষমতার পালাবদল ছিল না, ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান। কিন্তু আমরা সংবিধান কিংবা রাষ্ট্রকাঠামোর কোনো পরিবর্তন ঘটাতে পারিনি। রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার ছিল, সেখানে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই—জুলাইয়ের শহীদদের সঙ্গে গাদ্দারি করবেন না।”

এ সময় এনসিপির নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, “দেশের বিভিন্ন দুরবস্থার দায়ভার আজ জনগণকে নিতে হচ্ছে। সে জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জুলাইয়ের কারণে আজকের এই নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সবাই ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যস্ত হয়ে একসাথে কাজ করার জায়গা থেকে সরে এসেছি। এখন সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার।”

সর্বশেষ

জনপ্রিয়