০২ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৯, ১ জুলাই ২০২৫

কদমরসুল সেতুর মুখ নারায়ণগঞ্জ কলেজের সামনে না করার দাবি

কদমরসুল সেতুর মুখ নারায়ণগঞ্জ কলেজের সামনে না করার দাবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড় সংযোগকারী প্রস্তাবিত কদমরসুল সেতুর পশ্চিমাংশ নারায়ণগঞ্জ কলেজের সামনের মুখে পড়ায় তা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ফারুক আহমেদ, মাসুম বিল্লাহ, শরীফ মোহাম্মদ আরিফ, রবিউল ইসলাম ও বরুন কুমার ভট্টাচার্য।

স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত সেতুর পশ্চিম প্রান্ত নারায়ণগঞ্জ কলেজের সামনে নির্মাণ হলে তা শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটাবে। কারণ কলেজটি শহরের ব্যস্ততম এলাকার মধ্যে অবস্থিত, যেখানে নারায়ণগঞ্জ হাই স্কুল, কালীরবাজার, ফলপট্টি, দিগুবাবু বাজার, রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক রয়েছে।

নারায়ণগঞ্জ কলেজে উচ্চ মাধ্যমিক, অনার্স, ডিগ্রি, মাস্টার্স ও এলএলবি মিলিয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। বছরে প্রায় সারাবছরই বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে এখানে প্রতিদিন হাজারো শিক্ষার্থীর যাতায়াত ও পরীক্ষা চলমান থাকে। এরমধ্যেই যানজট একটি নিত্যদিনের সমস্যা।

শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়, এমন গুরুত্বপূর্ণ ও জনবহুল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে সেতুর মুখ রাখা হলে তা শিক্ষার পরিবেশ ও পরীক্ষার স্বাভাবিকতা নষ্ট করবে। ইতোমধ্যে বিষয়টি অনুধাবন করে শহরের নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দও নকশা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, বিদ্যমান নকশা পুনর্বিবেচনা করে সেতুর পশ্চিম প্রান্তের সংযোগপথ অন্যত্র সরিয়ে নেওয়া হোক।

সর্বশেষ

জনপ্রিয়