জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

"সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার (১ জুলাই) সকালে দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এতে ফলজ ও বনজ বৃক্ষ রোপণের পাশাপাশি নেতাকর্মীদের মাঝে গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হূমায়ুন। ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি মোস্তাফা কামাল, সদস্য রিয়াদ ভূঁইয়া কিরণ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান মিঠু, ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, ফুল-ফলসহ নানান উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”