গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৫টায় জেলা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নেতৃবৃন্দ। সারা দেশের জেলাভিত্তিক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ কার্যক্রম শুরু হয়।
কর্মসূচি উদ্বোধনকালে নেতৃবৃন্দ বলেন, “আজ ১ জুলাই, গণঅভ্যুত্থানের রক্তাক্ত দিনের প্রথম বর্ষপূর্তি। এই দিনে আমরা আমাদের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছি। আগামী ১০-১২ অক্টোবর অনুষ্ঠেয় গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় সম্মেলনকে সামনে রেখে সদস্য সংগ্রহ অভিযান চলবে দেশব্যাপী।”
নেতারা আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল একটি ভয়ভীতি ও বৈষম্যহীন মানবিক দেশ গঠন। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। অথচ সেই আকাঙ্ক্ষার যথাযথ বাস্তবায়ন আজও হয়নি। এখনও অভ্যুত্থানবিরোধী চক্র দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। গতকাল (৩০ জুন) রাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ চালিয়ে তারা সেটার প্রমাণ দিয়েছে।”
বক্তারা বলেন, “এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
প্রথম দিনের কর্মসূচিতে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই-আগস্ট মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়, যার মধ্যে রয়েছে: জেলার বিভিন্ন থানায় ফ্রি মেডিকেল সেবা, জুলাই-আগস্ট গণহত্যার বিচার, সংস্কার ও সংবিধান সংশোধনের দাবিতে ১৮ জুলাই সমাবেশ ও মিছিল, শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শহীদদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি।
নেতৃবৃন্দ নারায়ণগঞ্জবাসীকে এসব কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা প্রচার সম্পাদক শুভ দেব, ফতুল্লা থানার সদস্য সচিব আব্দুল আল মামুন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্য সচিব মেহেদী হাসান উজ্জল, বাংলাদেশ যুব ফেডারেশনের সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি, প্রতিবেশ আন্দোলনের জেলা আহ্বায়ক রাইসুল রাব্বি, এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মুনাসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।