০২ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩০, ১ জুলাই ২০২৫

জামায়াতে ইসলামী আইনজীবী শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী আইনজীবী শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আইনজীবী শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বাদ যোহর নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

সভায় সভাপতিত্ব করেন আইনজীবী থানা জামায়াতের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি এডভোকেট নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি এড. মাইনউদ্দিন আহমেদ, এড. আক্তার হোসাইন, এড. তাওফিকুল ইসলাম দিপু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়