মুকুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বজলুর গ্রেফতার দাবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বন্দর থানায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় নবীগঞ্জস্থ কদম রসুল কলেজের সামনে বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে আরসিম আবাসিক এলাকাবাসী, বন্দর থানা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এবং আরসিম বাইতুল নাজাত জামে মসজিদ পঞ্চায়েত কমিটি সহ বিভিন্ন ব্যানারে অংশ নেয় সাধারণ মানুষ।
বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের সভাপতি মোবারক হোসেন খোকা মিয়ার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাবেক জাতীয় ফুটবলার আমান, সোহেল মিয়া, এনামুল হক রোমেল, আরসিম জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব, মো. খসরু, রবিন, রাসেদ আহাম্মেদ টিটু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী ডন বজলুকে গ্রেপ্তার করা না হলে বন্দরের সকল কিন্ডার গার্টেনের শিক্ষার্থীসহ বন্দরবাসীদের নিয়ে থানা ঘেরাও করা হবে। প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সারাদেশ অচল করে দেওয়া হবে।”
বক্তারা আরও বলেন, “ডন বজলু বিগত স্বৈরাচার সরকারের লোকের সাথে আঁতাত করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে। তাকে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি করে বিএনপিকে কুলষিত করা হয়েছে। অচিরেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করার দাবি জানাই।”
“ডন বজলু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অপকর্ম রয়েছে। সে অস্ত্রধারী সন্ত্রাসী। তাই বিএনপি যাতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে প্রশ্রয় না দেয়, সে দিকে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের প্রতি বন্দরবাসীর পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।”
বক্তারা বলেন, আলহাজ্ব আতাউর রহমান মুকুল বন্দরের একজন সম্মানিত ব্যক্তি। তিনি বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদ ও বন্দর থানা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং আরসিম বাইতুল নাজাত জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।