বক্তাবলীতে চররাজাপুর লেক পরিদর্শনে সদর ইউএনও

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চররাজাপুর লেক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় লেকের বর্তমান অবস্থা ঘুরে দেখে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “এই লেকটি ‘পূর্ব চররাজাপুর লেক’ নামে পরিচিত। এটি আরএস রেকর্ড অনুযায়ী খাস খতিয়ানের জমি। দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে থাকলেও বর্তমানে এটি উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ বাস্তবায়নের অংশ হিসেবেই এই লেক ঘিরে পরিবেশবান্ধব ও জনবান্ধব একটি এলাকা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “লেকের চারপাশে বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, হাঁটার জন্য ট্র্যাক, পারিবারিক অবসর কাটানোর পরিবেশসহ একটি পরিচ্ছন্ন, প্রাকৃতিক এবং সৌন্দর্যবর্ধিত এলাকা গড়ে তোলা হবে। যাতে করে স্থানীয় মানুষসহ দূর-দূরান্ত থেকেও মানুষ এখানে ঘুরতে এসে প্রশান্তি খুঁজে পায়।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহম্মেদ, মো. আলমগীর হোসেন, কামাল প্রধান, ইব্রাহিম হোসেন ইবলম এবং বক্তাবলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।
স্থানীয়দের মতে, সরকারি এই উদ্যোগ বাস্তবায়িত হলে লেকটি শুধু পরিবেশ সংরক্ষণে নয়, নারায়ণগঞ্জের একটি মনোরম বিনোদনকেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।