১১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১০:৫৬, ১১ নভেম্বর ২০২৪

হত্যা মামলায় লালের ভাই আওয়ামী লীগ নেতা মাসুম গ্রেফতার

হত্যা মামলায় লালের ভাই আওয়ামী লীগ নেতা মাসুম গ্রেফতার

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুম (৫৪) কে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে তাকে ফতুল্লার ইসদার বুড়ির দোকান এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোশারফ হোসেন মাসুম ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইরের মনসুর আহম্মেদের পুত্র ও শামীম ওসমানের ক্যাডার প্রয়াত মাহাতাব উদ্দিন লালের ছোট ভাই।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃতের নিজ বাড়ী থেকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুমকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ

জনপ্রিয়