পৌরপিতা আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীতে বন্দরে দোয়া

নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, পৌর পিতা আলী আহাম্মদ চুনকার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলা আলী (রা.) মডেল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারী) বাদ আছর বাগবাড়িস্থ মাওলা আলী (রা.) মডেল মাদরাসায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মাওলা আলী (রা.) মডেল মাদরাসায় প্রতিষ্ঠাত ও সভাপতি শুক্কুর প্রধানের সভাপতিত্বে দোয়ায় অংশ নেন ঠিকাদার এ্যাড. শাখাওয়াত হোসেন, শ্রমিকলীগ নেতা বাদল খান, মাওলানা মাসুম বিল্লাহ,মাওলানা মাহফুজুর রহমান,মাওলানা রাফিসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় দোয়া পরিচালনা করেন মাওলা আলী (রা.) মডেল মাদরাসার হাফেজ মোহাম্মদ জুবায়ের।