১৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৫, ১৫ জানুয়ারি ২০২৬

নির্বাচনের আগেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা: ওসি আব্দুল বারিক

নির্বাচনের আগেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা: ওসি আব্দুল বারিক

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেছেন, চাঁদাবাজি, ভূমিসদ্যতা, লুটপাট, বিভিন্নভাবে হয়রানি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।

ওসি আব্দুল বারিক বলেন, “তথ্যদাতার নাম গোপন রাখা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব সন্ত্রাসী ও অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিটপুলিশের উদ্যোগে সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। সভায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান। 

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ম হোসেন, সাবেক সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী মারুফ, সাংগঠনিক সম্পাদক শহিদুল, সিদ্ধিরগঞ্জ থানার ওসি অপারেশন মো. ফারুক হোসেন, উপ-পরিদর্শক রঞ্জন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি, বিএনপি নেতা ডা. মান্নান, সাদু, হাজী রিয়াজ উদ্দিন, সামাদখান, কৃষকদল নেতা শেখ মোহাম্মদ শিপু, নুরুল ইসলাম আপন, জাহিদুল হক জাবেদ, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন, রিপন, ইসমাইল, ফারুক, ফারহান আহমেদ রুবেল, দিপু, আব্দুল জলিল, নাজমুল, আজহার এবং যুবদল নেতা মাইন উদ্দিন।

সর্বশেষ

জনপ্রিয়