১৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ১৪ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত সাপ্তাহিক চাঁদা না দেওয়ায় মুসা মিয়া (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন রসুলবাগ এলাকার কুদ্দুস মোল্লার ছেলে স্বপন (৩৫), প্রান্ত (২৯), শাহজালালের ছেলে কাজল (২৮), মহিউদ্দিন (৩০), সুমন (৩২) এবং মুক্তিনগর এলাকার আমান উল্লাহর ছেলে আদনান (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীনগর এলাকার একটি মেলায় কাপড়ের দোকান পরিচালনা করেন মুসা মিয়া। অভিযুক্তরা তার কাছে সাপ্তাহিক ৩০০ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৮ জানুয়ারি সন্ধ্যায় আদর্শ নগর এলাকায় মুসা মিয়াকে একা পেয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, “মেলায় দোকানের ভাড়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

এদিকে অভিযোগ রয়েছে, প্রধান অভিযুক্ত স্বপনের নেতৃত্বে গত ২০২৪ সালের ১ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ চারজনকে কুপিয়ে গুরুতর আহত করে স্বপন ও তার সহযোগীরা।

সর্বশেষ

জনপ্রিয়