০৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ২ নভেম্বর ২০২৫

ফতুল্লায় বাড়িভাড়া বিরোধে বোমা বিস্ফোরণ, ২ চকলেট বোমা উদ্ধার

ফতুল্লায় বাড়িভাড়া বিরোধে বোমা বিস্ফোরণ, ২ চকলেট বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি ভাড়া নিয়ে বিরোধের জেরে বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা (একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত) উদ্ধার করেছে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাসদাইর বাজারের সামনে অবস্থিত বাড়ির মালিক মো. শাহজালাল তাঁর দোকানের ভাড়াটিয়া হাসিনা বেগমকে দোকান ছাড়তে বলেন। এ সময় হাসিনা বেগম সিকিউরিটি বাবদ দেওয়া ৭০ হাজার টাকা ফেরত দাবি করলে গত ৩১ অক্টোবর দুপুরে উভয়ের মধ্যে তর্কবিতর্ক ও মারামারি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি আপসে মীমাংসা করা হয়।

কিন্তু ওই ঘটনার জের ধরে রোববার দুপুরে ভাড়াটিয়া হাসিনা বেগমের দুই ভাই আলমগীর ও মিঠু, গলাচিপা এলাকা থেকে ১৫-২০ জন বহিরাগত লোক নিয়ে এসে শাহজালালের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটায় ও ভাঙচুর চালায়। স্থানীয়রা বাধা দিলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই কাজী ফেরদৌসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি চকলেট বোমা উদ্ধার করে জব্দ তালিকা মূলে হেফাজতে নেয় পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা গ্রেফতার হননি। ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

জনপ্রিয়