০৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৯, ২ নভেম্বর ২০২৫

কুতুবপুরকে নাসিকের অন্তর্ভুক্তির প্রস্তাব: গণশুনানির প্রস্তুতি

কুতুবপুরকে নাসিকের অন্তর্ভুক্তির প্রস্তাব: গণশুনানির প্রস্তুতি

কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে গণশুনানির প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে রবিবার (২ নভেম্বর) বেলা ১২টায় “কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটি”র আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা শিরিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. নুরুল হক জমাদ্দার, সদস্য সচিব এস.এম. কাদির, মোহাম্মদ আলী, সাইফ রেজা সুমনসহ অন্যান্য সদস্যরা।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আনার পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত ও ডকুমেন্টারি ইউএনওর নিকট হস্তান্তর করেন।
তারা জানান, সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই ইউনিয়নের আয়তন ৩,৬৪৭ একর এবং বর্তমান জনসংখ্যা প্রায় ১০ লক্ষ। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৬,৯৯৭ জন। অধিকাংশ মানুষ অকৃষি পেশায় নিয়োজিত হওয়ায় এটি একটি নগরায়িত ও স্বয়ংসম্পূর্ণ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে।

নেতৃবৃন্দ জানান, কুতুবপুরে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, খেলার মাঠ, পার্ক, আন্তর্জাতিক মানের স্টেডিয়ামসহ সবধরনের নাগরিক সুবিধা রয়েছে। শিক্ষার হার ৬৫ শতাংশ এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের সকল সূচকে কুতুবপুর ইউনিয়ন ইতোমধ্যে পৌরসভার মানদণ্ডে পৌঁছেছে।

তারা বলেন, “গত ৬ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে ইউনিয়নের কেবল আংশিক ভূমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাবে কুতুবপুরের জনগণ অসন্তুষ্ট। আমাদের দাবি- পুরো ইউনিয়নকেই সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে।”

সাক্ষাৎ শেষে ইউএনও তাসলিমা শিরিন বলেন, “আমরা জনগণের সেবক। জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গণশুনানির আয়োজন করে জনগণের মতামত সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। গণশুনানির প্রতিবেদন পাওয়া গেলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

সর্বশেষ

জনপ্রিয়