০৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ২ নভেম্বর ২০২৫

বন্দরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি মামলায় আজমীর গ্রেপ্তার

বন্দরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি মামলায় আজমীর গ্রেপ্তার

বন্দরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি মামলায় আজমীর (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) রাতে বন্দর থানার সোনাচরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পরে রোববার (২ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়ের করা ২(১০)২৫ নম্বর মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আজমীর বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচরা এলাকার ফজলুল হক মিয়ার ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট বিকেলে বন্দর খানাবাড়ি এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকীর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। তিনি পেশাগত কাজ শেষে বাড়িতে ফিরে মোটরসাইকেলটি গেটের সামনে রেখে নিজ ফ্ল্যাটে ওঠেন। এ সময় উৎপেতে থাকা চোরের দল বিল্ডিংয়ে অনধিকার প্রবেশ করে কৌশলে মোটরসাইকেলটি নিয়ে যায়।

চুরির পর দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও চোরাইকৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়