১১ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৯, ১০ অক্টোবর ২০২৫

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দুইজন মাদক ও সন্দেহভাজন অপরাধে গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানার কেএনসেন রোডের রাজবাড়ি এলাকার মৃত সোনা মিয়ার ছেলে সানী (৩৮), কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০), বন্দর কোর্টপাড়া এলাকার মৃত জাহের আলী মিয়ার ছেলে সালাউদ্দিন (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সানীকে ওয়ারেন্টভুক্ত মামলায় এবং বাকিদের ৫৪ ধারায় শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়