১১ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২১, ১০ অক্টোবর ২০২৫

বন্দরে স্কুলছাত্র সিয়াম ২ দিন ধরে নিখোঁজ

বন্দরে স্কুলছাত্র সিয়াম ২ দিন ধরে নিখোঁজ

নারায়ণগঞ্জের বন্দরে সহপাঠীর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয়ে হাসনাইন আহমেদ সিয়াম (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের দুই দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

হাসনাইন আহমেদ সিয়াম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর মাধবপাশা এলাকার হাজী আব্দুল সালাম মিয়ার ছেলে। সে হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় নিখোঁজের জামাতা আরিফিন আহমেদ শুক্রবার (১০ অক্টোবর) সকালে বন্দর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সিয়াম সহপাঠী ওয়াজিদের সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকেই সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

বন্দর থানার পুলিশ জানায়, জিডি পাওয়ার পর নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন স্থানে অনুসন্ধান চলছে।

সর্বশেষ

জনপ্রিয়