বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাগরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।
শনিবার (১৬ আগস্ট) রাতে ফরাজিকান্দাস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই ইদ্রিস আলী বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত সাগরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, সাগর দীর্ঘদিন ধরে ফরাজিকান্দা, বেপারীপাড়া ও দড়ি সোনাকান্দা এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি মাদক মামলা রয়েছে।