২০ আগস্ট ২০২৫

প্রকাশিত: ২০:৫৯, ১৮ আগস্ট ২০২৫

রূপগঞ্জে মসজিদ নির্মাণে বাধা দেয়ার অভিযোগ

রূপগঞ্জে মসজিদ নির্মাণে বাধা দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন বাইতুল করিম জামে মসজিদ নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে।

মসজিদের প্রতিষ্ঠাতা আবু নাইম ভূঁইয়া জানান, এলাকায় কোনো মসজিদ না থাকায় তিনি ও তার দুই ভাই আবু কাইয়ুম ভূঁইয়া ও আবু বেলায়েত ভূঁইয়া উদ্যোগ নিয়ে মসজিদ নির্মাণ শুরু করেন। তবে কাজের অর্ধেক শেষ হওয়ার পর তাদের ছোট ভাই ওবায়দুল ভূঁইয়া নির্মাণকাজে বাধা দেন।

স্থানীয়রা জানান, এ মসজিদটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ আদায়ের জন্য দূরে যেতে হয়, যা বিশেষ করে বৃদ্ধদের জন্য কষ্টকর। এছাড়া রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে নামাজ আদায় করতে পারবে।

ওবায়দুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ

জনপ্রিয়