১৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৭, ১৮ মে ২০২৫

আপডেট: ২০:৫৬, ১৮ মে ২০২৫

মেরিন শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সোমবার থেকে সাটডাউন কর্মসূচি

মেরিন শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সোমবার থেকে সাটডাউন কর্মসূচি

নারায়ণগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে। রোববার (১৮ মে) সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরে।

মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের সমন্বয়ক সাদ ইবনে শরীফ জানান, “মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের জন্য ছয় মাসের প্রি-সী ট্রেনিং চালু, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ইঞ্জিন ও মেশিন বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ এবং প্রশিক্ষণের মানোন্নয়নসহ তিনটি মূল দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি। সোমবার (১৯ মে) থেকে পূর্ণ সাটডাউন কর্মসূচি শুরু হবে।”

তিনি আরও জানান, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর ও বাগেরহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) সমূহে প্রি-সী ট্রেনিং-এর সুযোগ না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রশিক্ষণ শুধু নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেই দেওয়া হচ্ছে। ফলে মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকায় এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, “মেরিন শীপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের জন্য সরকারি চাকরির কোনো সার্কুলার নেই। এছাড়া ইনস্টিটিউটে মেরিন টেকনোলজি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক সংকট রয়েছে। ফলে শিক্ষার্থীরা মানসম্পন্ন প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন।”

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ইন্সট্রাক্টর এ হাফিজ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে বলেন, “দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। শিক্ষক সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি, শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।”

সর্বশেষ

জনপ্রিয়