তিন দফা দাবিতে মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের আন্দোলন

নারায়ণগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করেছে। শনিবার (১৭ মে) প্রতিষ্ঠানটির মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে প্রথম দিন অর্ধদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো: সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ছয় মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে ক্যাডেট সিডিসি প্রদান, ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু এবং প্রশিক্ষণের মানোন্নয়ন।
মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদ সমন্বয়ক সাদ ইবনে শরীফ বলেন, “নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার মেরিন টেকনোলজিতে প্রি-সি ট্রেনিংয়ের সুযোগ নেই। দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসলেও তা পূরণ হয়নি। ফলে আমাদের বিদেশে চাকরির জন্য যেতে হয়।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানগুলোতে মেরিন টেকনোলজি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক সংকট রয়েছে। ফলে উন্নত প্রশিক্ষণ থেকেও বঞ্চিত হচ্ছি। আজ প্রথম দিন অর্ধদিবস কর্মসূচি পালন করেছি। রোববার পূর্ণ দিবস কর্মসূচি পালন হবে। দাবি আদায় না হলে সোমবার থেকে পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে।”
এদিকে, শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ইনস্ট্রাক্টর এ হাফিজ। তিনি জানান, “ছাত্রদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষক সংকটের বিষয়েও সমাধানের চেষ্টা চলছে।”