বালক বিভাগে চ্যাম্পিয়ন রিয়াদ, বালিকা বিভাগে নুসরাত
জেলা জুনিয়র দাবায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সাফল্য
নারায়ণগঞ্জ জেলা জুনিয়র দাবা প্রতিযোগিতায় রবিবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বালক বিভাগে নবম শ্রেণির মোঃ রিয়াদ রহমান সাত রাউন্ডের মধ্যে ছয় পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছেন। বালিকা বিভাগে সপ্তম শ্রেণির নুসরাত হাসান নাবা মোট চার পয়েন্ট নিয়ে বিজয়ী হয়েছেন।
সমান ৫ পয়েন্ট অর্জন করে ট্রাইব্রেকিংয়ে বিজয় কুমার রায় রানার-আপ ও আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির আশফাক সাফিন আহনাফ তৃতীয় স্থান অর্জন করেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতা আগামী ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ জেলা থেকে রিয়াদ রহমান (বালক) এবং নুসরাত নাবা (বালিকা) সরকারি প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।
প্রতিযোগিতার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। পৌর ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দাবা প্রশিক্ষক ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান রুমি প্রতিযোগিতা পরিচালনা করেন।





































