১৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৯, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:২০, ১৮ ডিসেম্বর ২০২৫

মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডে জাতীয় পর্যায়ে দ্বিতীয় রূপগঞ্জের রাসেল

মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডে জাতীয় পর্যায়ে দ্বিতীয় রূপগঞ্জের রাসেল

অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডে প্রিন্ট মিডিয়ার জাতীয় ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালের কণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এ বছর অভিবাসন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জন সাংবাদিককে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের প্রধান ম্যাক্স ট্যানন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

সর্বশেষ

জনপ্রিয়