সংসদ জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হবে: বিপ্লব
নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত সংসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লব শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় নয়ামাটি, মন্ডলপাড়া ও ডিআইটিতে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, ১৫ নম্বর ওয়ার্ডের বাসদ নেতা তাজুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বলেন, “আমরা জনগণের অর্থে, জনগণের অংশগ্রহণে নির্বাচন করতে চাই। সংসদ কোটিপতিদের ক্লাব নয়, নিপীড়নমূলক আইন তৈরি করে দেশের সম্পদ ভাগবাটোয়ারার জায়গা নয়। সংসদ জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেটা নিশ্চিত করা খুবই প্রয়োজন।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনে যেন কোন ধরনের সন্ত্রাস, ভয়ভীতি বা জবরদস্তি না হয়, সেই দিকে সরকারকে নজর রাখতে হবে। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা ছাড়া সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়।”





































