নারায়ণগঞ্জ-৪: ফতুল্লায় বাসদ প্রার্থী সেলিম মাহমুদের গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় ফতুল্লা ইউনিয়নের ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্যসচিব নাসিম হাসান, কুতুবপুর ইউনিয়নের আহ্বায়ক এস এম কাদির, ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন ও স্থানীয় নেতৃবৃন্দ।
সেলিম মাহমুদ বলেন, “সংসদকে জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তাই নির্বাচনকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে। এজন্য নির্বাচন কমিটিকে নিরপেক্ষ থাকতে হবে। একই সাথে এই নির্বাচনে যেন কোন ধরনের আতঙ্ক সৃষ্টি না হয়, সেই দিকে সরকারকে নজর দিতে হবে।”





































