১৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০০, ১৯ জানুয়ারি ২০২৬

গঞ্জে আলী খাল দখলের ঘটনায় গণসংহতির নিন্দা ও প্রতিবাদ

গঞ্জে আলী খাল দখলের ঘটনায় গণসংহতির নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের প্রস্তাবিত নাম ব্যবহার করে গঞ্জে আলী (রেল) খাল দখলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সমন্বয়কারী মো. বিপ্লব খান।

সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, “এই প্রতিবাদ কেবল একটি অবৈধ দখল উচ্ছেদের দাবি নয়; এটি রাজনৈতিক দায়িত্ববোধ, নৈতিকতা এবং জনস্বার্থ রক্ষার প্রশ্ন।”

তিনি উল্লেখ করেন, গঞ্জে আলী (রেল) খাল নারায়ণগঞ্জ শহরের পানি নিষ্কাশনের অন্যতম লাইফ লাইন। এই খাল দখল বা সংকুচিত হলে পুরো শহর ভয়াবহ জলাবদ্ধতার ঝুঁকিতে পড়বে, পরিবেশ বিপর্যস্ত হবে এবং নগরবাসীর স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মো. বিপ্লব খান আরও বলেন, “খাল দখল করে ট্যাক্সি স্ট্যান্ড নির্মাণ কোনো বিচ্ছিন্ন বা অনিচ্ছাকৃত ভুল নয়; এটি দীর্ঘদিন ধরে চলমান দখলদার রাজনীতিরই ধারাবাহিক বহিঃপ্রকাশ।” তিনি অভিযোগ করে বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- এই দখল ও তথাকথিত বৈধতা দেওয়ার পেছনে যাদের নাম উঠে আসছে, তারা সবাই বিএনপির রাজনৈতিক পরিচয়ে পরিচিত। অর্থাৎ রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনগণের জলাশয় গোষ্ঠীস্বার্থে দখলের অপচেষ্টা চলছে।

তিনি বলেন, “খাল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, খাল জনগণের। রাজনৈতিক পরিচয়ের আড়ালে খাল দখল মানেই জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা।”

তিনি আরও যোগ করেন, যে দল গণতন্ত্র, জনগণের অধিকার ও আইনের শাসনের কথা বলে, সেই দলের নামধারী কেউ যদি শহরের পানি নিষ্কাশনের লাইফ লাইন ধ্বংসের মতো গণবিরোধী ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তা শুধু আইন লঙ্ঘন নয়, দলের ঘোষিত রাজনীতির সঙ্গেও চরম বিশ্বাসঘাতকতা।

এসময় তিনি প্রশ্ন রাখেন, বিএনপি কি এই দখলদারদের দায় নেবে, নাকি রাজনৈতিক পরিচয়ের আড়ালে গঞ্জে আলী খাল দখলকে নীরবে বৈধতা দেওয়া হবে?

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি জানিয়ে তিনি বলেন, গঞ্জে আলী (রেল) খাল দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। খালকে তার স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে এনে নারায়ণগঞ্জ শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা রক্ষা করতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় জনগণই শেষ পর্যন্ত এই দখলদার রাজনীতির জবাব দেবে- রাস্তায়, ভোটে এবং সংগঠিত প্রতিরোধের মাধ্যমে।

সর্বশেষ

জনপ্রিয়