শাপলা কলিতে দাঁড়িপাল্লা খুঁজে নিতে বললেন জামায়াত নেতা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, আমাদের সর্বস্তরের একটা প্রত্যাশা ছিলো জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ -৪ আসনে নির্বাচন করবে এখন যেহেতু দলের সিদ্ধান্ত আমরা ন্যাশনাল ইস্যুতে সকলে ঐক্যবদ্ধ হয়েছি। এজন্য আমি আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ভাই-বোন যারা আমার জন্য কাজ করেছেন। এড. আব্দুল্লাহ আল আমিন ভাই তিনি আমাদের প্রার্থী। দাঁড়ি পাল্লার ভোটাররা এখন এনসিপির শাপলা কলি খুঁজে নিতে হবে আমরা এখানে আছি।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলার সিনামন রেষ্টুরেন্টে ১০ দলীয় জোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত থেকে এ একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা জাতির একটি চরম প্রত্যাশিত জায়গায় উপনীত হয়েছি। মাত্র কয়েকপদিনপর আগামীর বাংলাদেশ কোন পথে যাত্রা হবে, বাংলাদেশের গতি পথ কোন দিকে হবে ,বাংলাদেশ পন্থীরা বিজয়ী হবে কিনা? সাম্য, ন্যায়, ইনসাফ, মানবিক একটি বাংলাদেশ বিনির্মাণ হবে কিনা সেটির প্রশ্নের মুখোমুখি আমরা যখন দাঁড়িয়ে আছি সে সময়ে জাতির বৃহত্তর ঐক্যের প্রয়োজনে আমাদের এই জোট।
তিনি আরও বলেন, আমি নিজেই নারায়ণগঞ্জ -৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ড. শফিকুর রহমানের নির্দেশে সেখানে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি। কিন্তু আমাদের কাছে এখন ব্যক্তির স্বার্থ বড় নয়। দলের স্বার্থ বড় নয় দেশের স্বার্থই আমাদের বড়। আমাদের যে ন্যাশনাল অ্যালায়েন্স হয়েছে সে জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আব্দুল্লাহ আল আমিন ভাইকে সমর্থন জানিয়েছি একইভাবে অন্যান্য যে দল আছে আরও ৮ টি দল উনাদের সমর্থন জানিয়েছি।
আব্দুল জব্বার বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যতগুলো স্টক হোল্ডার আছে এর মধ্যে প্রশাসন হচ্ছে আমাদের জন্য গুরত্বপূর্ণ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং সচেতন সমাজ যারা আছেন তারা যদি যথাযথ ভূমিকা রাখতে পারি আগামীদিনে আমাদের উপর জেঁকে বসা সন্ত্রাস জুলুম নির্যাতন এবং গডফাদারির জায়গা থেকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ -৪ এ আমারা দেখতে পাচ্ছি কিছু কিছু দলের যারা বহিষ্কার হয়েছেন নতুন করে ফিরছেন। কেনো ফিরছেন, কি আশায় ফিরছেন, কারা ফিরাচ্ছেন? এবং অনেক জায়গায় তারা দেখছি নতুনভাবে সক্রিয় হয়ে নানাভাবে গ্রুপিং করে৷ আমরা আশংকা করছি যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে এবং আগে ভালো যে কেন্দ্র ছিলো কারো কারো যোগসাজশে কেন্দ্রগুলোতে; ভোটাররা উৎসবমূখর পরিবেশে ভোট দেওয়ার চিন্তা করছেন সে প্রত্যাশা নষ্ট হবে কিনা সেটা প্রশাসনের দেখার বিষয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দশ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন , খেলাফত মজলিশের নারায়ণগঞ্জের মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আলামিন রাকিব সহ দশ দলীয় জোটের নেতাকর্মীরা।





































