১৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১২, ১৯ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় ৪০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

ফতুল্লায় ৪০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তোলারাম কলেজ রোডের ডাকবাংলো নিউ চাষাড়া সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার এসআই মো. মিরাজ হোসেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রিয়াদ হোসেন (২০)। তাঁর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মধ্যপাড়া এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার আরডিএফ ক্লিনিক এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছেন পুলিশ। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় রিয়াদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়