ধানের শীষ-খেজুর গাছের পক্ষে কাজ করবেন: সাখাওয়াত
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ ও নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছের পক্ষে নেতা-কর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর ১৩ নম্বর ওয়ার্ড এলাকার বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও শীতার্তের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
সাখাওয়াত বলেন, “নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী বক্তব্য দেওয়ার সুযোগ নেই, তারপরেও আমি বলতে চাই, বিএনপি একটি জোটে রাজনীতি করে। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে এখানে আমরা বেশিরভাগ পাঁচ আসনের। এখানে ধানের শীষের প্রার্থী অ্যাড. আবুল কালাম।”
তিনি আরও বলেন, “চার আসনের ভোটারও এখানে থাকতে পারেন। সেই আসনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থী মনির হোসাইন কাসেমী। তার দলীয় মার্কা থাকবে খেজুর গাছ। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে এই দুই আসনে এই দুই মার্কার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ।”
এ বিএনপি নেতা বলেন, “আপনারা জানেন আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে বিএনপির বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নারীদের জন্য কিছু নীতিমালা প্রণয়ন করেছেন। এবং সেগুলো জনগণ ও জাতির সামনে উপস্থাপন করছে।”
দলীয় কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, “১২ কোটি ৭০ লাখের মতো ভোটারের মধ্যে ৬ কোটি ৩০ লাখের মতো মহিলা ভোটার রয়েছে। সুতরাং মাহিলাদেরকে বিএনপি সবসময় গুরুত্ব দিয়ে থাকে। তারই অংশ হিসাবে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, ওই সময় নারীদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল।”
সাখাওয়াত বলেন, “এই নির্বাচন উপলক্ষে বিএনপি একটি নীতি প্রণয়ন করেছে। তার মধ্যে আটটি বিষয়ের মধ্যে একটি- প্রতিটি ফ্যামিলির জন্য একটি করে ফ্যামিলি কার্ড, কৃষক-শ্রমিক কার্ডসহ আটটি বিষয়ে বিশেষ নীতিমালা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আমি শুধু মহিলাদের কথা বলি।”
তিনি বলেন, “বিএনপি যদি ১২ তারিখ আপনাদের ভোটে নির্বাচিত হয়, তারেক রহমান ক্ষমতায় এসেই ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন। ফ্যামিলি কার্ড হবে ব্যাংক একাউন্টের মতো।”
“নারীদের ক্ষমতা বৃদ্ধি জন্য তাদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। প্রতি মাসের ৩০ তারিখে ৩০ কেজি চাল, ৫ কেজি তেল, ২ কেজি লবন, ৫ কেজি আলু ও ২ কেজি ঢাল; এই পাঁচটি পণ্যের বর্তমান বাজার মূল্য অনুযায়ী ২৩শʼ থেকে ২৪শʼ টাকা আসে।”
মহানগর বিএনপির এ নেতা আরও বলেন, “প্রতি মাসের ৩০ তারিখে ফ্যামিলির যিনি নারী প্রধান আছেন, তার নামে ২৫শʼ টাকা আসবে। সেই টাকায় তার পরিবারের ন্যূন্যতম মাসিক যে চাহিদা সেটি পূরণ করার ব্যবস্থা করেছে তারেক রহমান। যদি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নারী ভোটাররা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে এই কার্ডের মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে। প্রথমে ৫০ লাখ এরপর আরও ৫০ লাখ করে সকল পরিবারকে এর আওতায় আনা হবে।”





































