গণভোটের প্রচারে নাসিক ও জেলা প্রশাসন
জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও জেলা প্রশাসন। এ কার্যক্রমের অংশ হিসেবে নাসিকের ২৭টি ওয়ার্ডে মোট ৬৩ জন কর্মকর্তা ও কর্মচারী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন এলাকায় গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে একাধিক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। নাসিক সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের আওতাধীন তিন অঞ্চল—শহর, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল এলাকায় তিনটি করে মোট ৯টি টিম গঠন করা হয়েছে। এসব টিম নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন ভবন ও জনসমাগমস্থলে সভা আয়োজন করে গণভোটের উদ্দেশ্য, ভোট প্রদান প্রক্রিয়া এবং নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন।
শহর অঞ্চলের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড এবং কদমরসুল অঞ্চলের ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডে পৃথক পৃথক নেতৃত্বে এসব সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভায় সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, হিসাব কর্মকর্তা, আইন কর্মকর্তা, মেডিকেল অফিসারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা সাধারণ মানুষকে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে গণভোটের গুরুত্ব তুলে ধরেন।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে একই দিনে সদর উপজেলার সাতটি ইউনিয়নে পৃথক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, কাশিপুর ইউনিয়ন পরিষদের হলরুম, গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন, বক্তাবলী ইউনিয়নের কানাইঘাট ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ এবং আলীরটেক ইউনিয়ন পরিষদ হলরুমে এসব সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গণভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। নির্বাচনের দিন যেন ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





































