১৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৩, ১৩ জানুয়ারি ২০২৬

সোনারগাঁ উপজেলা পরিষদের মাসিক সভা

সোনারগাঁ উপজেলা পরিষদের মাসিক সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক দমন এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘অর্কিডে’ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বক্তারা বলেন, দেশ এখন নির্বাচনমুখী। তাই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও সমন্বিত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া মাদক ও বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও চলমান বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়