২৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর নির্বাচন কমিটির প্রস্তুতি সভা

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর নির্বাচন কমিটির প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের নির্বাচন কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে নির্বাচন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে বাদ এশা সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আল আমিন রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য নূরে আলম, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আবু সাঈদ, মাওলানা মাহফুজুর রহমান, যুগ্ম সদস্য সচিব আবু বকর জনি, অর্থ সচিব আব্দুল কুদ্দুস, সহকারী অফিস সম্পাদক হাজী লিয়াকত হোসেন, আতিকুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ রিয়াদ হাসান, আবদুর রহমান সা’দ, আশরাফ বিন মুজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আগামীর নির্বাচনী কর্মপরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব।

সর্বশেষ

জনপ্রিয়