আওয়ামী লীগের পেজে হুমকি, থানায় জিডি যুবশক্তি নেতার
সোনারগাঁয়ে নিরাপত্তাজনিত শঙ্কা প্রকাশ করে থানায় লিখিত অভিযোগ করেছেন জাতীয় যুবশক্তির জেলা সিনিয়র সংগঠক মো. জাহিদুল হক বাঁধন। রোববার (২১ ডিসেম্বর) তিনি সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, ‘সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার, যুবশক্তির জেলা আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, সিনিয়র সংগঠক মো. জাহিদুল হক বাঁধন এবং যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়ামের ছবি ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
মুঠোফোনে তিনি প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “ওই আইডি থেকে হুমকির পাশাপাশি বিভিন্নভাবে আমাদের ভয় দেখানো হচ্ছে। আমাদের ওপর হামলা হতে পারে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে। হাদি ভাইয়ের ঘটনার পর সম্প্রতি শ্রমিক শক্তির একজনকে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে আমরা শঙ্কিত।”





































