‘শান্তিকামী নাগরিকের ভোটে ইসলামের পক্ষের বাক্স ভর্তি হয়ে যাবে’
নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বাদ মাগরিব নগর কার্যালয়ে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুফতি মাসুম বিল্লাহ।
তিনি বলেন, “নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে টিকে থাকতে হবে। ইসলামী আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আশাবাদী, আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিকামী, মুক্তিকামী ও সচেতন নাগরিকদের ভোটে ইসলামের পক্ষের বাক্স ভর্তি হয়ে যাবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ নুর হোসেন, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক ইসমাইল, সাবেক সহ-সভাপতি গিয়াসুদ্দিন মুহাম্মদ খালিদ, যুব নেতা হাফেজ রবিউল, মুহাম্মদ ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।





































