বিজয় দিবসে ছাত্র ফেডারেশনের র্যালি ও শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা ৭১-এর মুক্তিযুদ্ধের বীর শহীদসহ সকল মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জেলা কার্যালয় প্রেসিডেন্ট রোড থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলিতে জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী আমরা একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায্য বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখব। স্বাধীনতার এত বছর পরও বৈষম্য ও শোষণ চলছে। এই বিজয় দিবসে আমরা নতুনভাবে শপথ নিচ্ছি—মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই আরও বেগবান করার।”
র্যালি ও শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, কার্যকরী সদস্য রাইসা ইসলাম ও সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার ও তোলারাম কলেজ শাখার প্রতিনিধি আমির ফয়সাল।





































