সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিজয় র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় চিটাগাং রোড থেকে শুরু হয়ে চৌধুরীবাড়ী পর্যন্ত এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. গোলাম মসিহ্।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি বিল্লাল হোসেন তালুকদার, দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।





































