সংখ্যালঘু বলতে কিছু নেই, সবার অধিকার সমান: মাওলানা জব্বার

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপনের খোঁজখবর নিতে পূজা মণ্ডপে মণ্ডপে পরিদর্শনে করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শহরের বেশ কয়েকটি মণ্ডপসহ রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী মহানগরীর নেতারা।
পরিদর্শন শেষে মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য মণ্ডপ কমিটির সাথে যোগাযোগের দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশে সবার অধিকার সমান এবং সকলে বাংলাদেশি। একজন মুসলমানের যে অধিকার আছে, একজন সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীরও সেই অধিকার রয়েছে।”
আবদুল জব্বার বলেন, “প্রত্যেকে যদি নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করে, তাহলে দেশে অন্যায়-অবিচার থাকবে না। সমাজে যে অসঙ্গতি চলছে, তা মূলত ধর্ম না মানার ফলেই ঘটছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা যারা এদেশের মানুষের কল্যাণ চাই, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ধর্ম-বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবাই ভালো থাকতে পারবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি ব্যক্তিদের পূজা মণ্ডপ পরিদর্শন প্রমাণ করে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র।”
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, আক্তার হোসাইন, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, গোলাম মূর্তজা, শহীদুল ইসলাম প্রমুখ।