পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সিপিবির শুভেচ্ছা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের খোঁজখবর নিতে পূজাম-প পরিদর্শন করেছেন। এই উপলক্ষে তারা দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেছেন।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তীর নেতৃত্বে জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সদস্য সুজয় রায় চৌধুরী, শিশির চক্রবর্তী, ইকবাল হোসেন ও বিজয় কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া, উকিলপাড়া ও পালপাড়া পূজাম-প পরিদর্শন করেন।
পূজাম-প পরিদর্শনের সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এখানে মানুষ পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান উদযাপন করে আসছে। তারা সকলকে ধর্মীয় বিদ্বেষ পরিহার করে প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান।
সিপিবি নেতারা আরও বলেন, শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় ও প্রাণবন্ত করার জন্য পার্টি সর্বাত্মক সহযোগিতা করছে এবং সকল ধর্মাবলম্বীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সোচ্চার রয়েছে। এছাড়াও তারা সাম্প্রদায়িক বিদ্বেষ ও সহিংসতা সৃষ্টিকারী উগ্র মৌলবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।