জামায়াতের মশক নিধন প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে মশক নিধন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের খানপুর এলাকার পোল স্টার ক্লাব মাঠে জামায়াতের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজন করা এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও সমাজ কল্যাণ বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথি মাওলানা আবদুল জব্বার বলেন, “মশা নিধন সমাজের একটি গুরুত্বপূর্ণ কাজ। দক্ষ কর্মীর প্রয়োজন এ কাজে। এজন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সামান্য আয়োজন করেছি, তবে পর্যায়ক্রমে আরও মেশিনের ব্যবস্থা করা হবে। প্রত্যেক এলাকায় কয়েকবার করে স্প্রে করলে মশা নিধন কার্যকর হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “মহৎ কাজ করার জন্য আমরা ঔষধ এবং তেলের ব্যবস্থা করবো। মেশিনে কোনো সমস্যা বা ত্রুটি দেখা দিলে প্রয়োজনে নিজ খরচে মেরামত করবো। পাশাপাশি সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। আমরা সমাজকর্মী হিসেবে এলাকায় কাজ করবো, কোনো অন্য কিছুর দিকে নির্ভর থাকবো না। মানুষের কল্যাণের জন্য কাজ করা আনন্দদায়ক। যারা অন্যকে খাওয়ান, তারা নিজের চেয়ে বেশি আনন্দ পান। এভাবেই একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে, ইনশাআল্লাহ।”
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে শুরা সদস্য ফরিদ উদ্দিন আহমদ, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এরশাদ আলী খান প্রমুখ।