পূজা মণ্ডপ পরিদর্শনে সমাজকল্যাণ সচিব

নারায়ণগঞ্জে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বুধবার (১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। শত শত বছর যাবৎ এখানে হিন্দু ও মুসলমানরা মিলেমিশে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে।
তিনি আরও জানান, দূর্গাপূজা উপলক্ষে সরকার ১ লাখ ৬৫ হাজার কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে। তারা জেলা ও পুলিশ প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও মণ্ডপের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন, সমাজসেবা অধিদপ্তর জেলার উপ-পরিচালক আসাদুজ্জামান সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, আমলাপাড়া পূজা ম-পের সভাপতি প্রবীর কুমার সাহা, দেওভোগ সাধু নাগ মহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য প্রমুখ।