০২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪০, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৪২, ১ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে মণ্ডপ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ বিভাগীয় কমিশনারের

নারায়ণগঞ্জে মণ্ডপ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ বিভাগীয় কমিশনারের

নারায়ণগঞ্জে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।

পরিদর্শন শেষে তিনি বলেন, নারায়ণগঞ্জ ঐতিহ্য অনুযায়ী আয়োজন করেছে। ২২৪টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। আমরা এখন পর্যন্ত পূজার যে পরিবেশ দেখেছি এতে আমরা সন্তুষ্ট এবং সারাদেশে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। আগামীকাল বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা কোন অপ্রীতিকর ঘটনা শুনতে পাইনি এবং ভক্তরা শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করছে। আমরা প্রত্যাশা করছি উৎসবমুখর পরিবেশে বাকি অংশ শেষ হবে।

বিভাগীয় কমিশনার বলেন, নারায়ণগঞ্জের ঐতিহ্য রয়েছে যে, সবাই মিলে একত্রে সব ধর্মের উৎসব উদযাপন করে। এবারও তাই হচ্ছে এবং এটি আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এতে আমরা আশা করি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। পূজা মণ্ডপে দায়িত্বে থাকা ব্যক্তিরা আমাদের আশ্বস্ত করেছে যে, সরকারি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কর্যক্রম সমাপ্তি করবে।

এসময় আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পাশেই মসজিদ, আপনারা এতো ভক্ত থাকা সত্যেও যে ধর্য দেখিয়েছেন, তার জন্যই ১৪৩ বছর ধরে দুর্গোৎসবে কোন সমস্যা হচ্ছে না। আপনারা এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়