১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষার্থীর উপর আবারও ইজিবাইক চালকের হামলার অভিযোগ

শিক্ষার্থীর উপর আবারও ইজিবাইক চালকের হামলার অভিযোগ

শিক্ষার্থীর উপর আবারও ইজিবাইক চালকের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে সড়কে কাজ করা শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীদের উপর ব্যাটারিচালিক অটোরিকশা (ইজিবাইক) চালকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনার পর ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধও করেন রাখেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

তবে, ইজিবাইক চালকরাও তাদের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন।

তাদের পাল্টা অভিযোগ, শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীরাও তাদের মারধর করেছেন।

বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে নিজ কার্যালয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত আছেন।

এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনেও যানজট নিরসনের দায়িত্বে থাকা যানজট নিরসন কর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেন ইজিবাইক চালকরা। 

সর্বশেষ

জনপ্রিয়