মাওলানা মঈনুদ্দিনের পক্ষে নাসিক ২৭নং ওয়ার্ডে গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট চেয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নাসিক ২৭নং ওয়ার্ডে গণসংযোগ করেছে বন্দর থানা উত্তর জামায়াত।
গুকুলদাশের বাগ, কুড়িপাড়া, বটতলা ও লালখারবাগ এলাকায় গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও দখলদারিত্ব রুখে দিতে সৎ ও যোগ্য ব্যক্তিকে ন্যায়-ইনসাফের প্রতীকে ভোট দিতে হবে।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতি আতিকুর রহমান, সেক্রেটারি মো. জহুরুল ইসলাম, মহানগর মজলিসে শূরা সদস্য ফরিদ উদ্দিন আহমাদ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়া প্রমুখ।