০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০০, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ নেতৃত্বের বিকল্প নেই’

‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ নেতৃত্বের বিকল্প নেই’

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, “ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। যুবকরাই এ দায়িত্ব পালনে এগিয়ে আসবে।”

বুধবার বাদ আসর সিদ্ধিরগঞ্জ পুল লেকপাড় এলাকায় সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
আবদুল জব্বার বলেন, “আমাদের দেশে এক শ্রেণীর রাজনৈতিক নেতা যুবকদের ঘাম ও রক্ত ব্যবহার করে ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় বসেই তারা যুবকদের ত্যাগ ভুলে যায়। স্বাধীনতার ৫৩ বছরেও শিক্ষিত বেকার সমস্যা সমাধান হয়নি। ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য থাকবে না এবং যোগ্যতা অনুযায়ী প্রত্যেকে কর্মসংস্থানের সুযোগ পাবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী যুব বিভাগের সভাপতি ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। তিনি বলেন, “বিগত স্বৈরাচারের আমলে বিএনপির ভাইয়েরা আমাদের পাশে থেকেছে। অথচ আজ কিছু নামধারী বিএনপি নেতা চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িয়ে দল ও দেশের বদনাম করছে। হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে যে স্বৈরাচারকে প্রতিহত করা হয়েছিল, তা কি এর জন্যই?”

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমীর আলহাজ্ব কফিল উদ্দিন আহমাদ। সঞ্চালনা করেন জামায়াত নেতা সাইফুল ইসলাম রনি। এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের আমীর মাহাবুব আলম, দক্ষিণ থানা নায়েবে আমীর আব্দুর গফুর, উত্তর থানা সেক্রেটারি শহিদুল ইসলামসহ স্থানীয় পাঁচ শতাধিক যুবক নেতাকর্মী।

সর্বশেষ

জনপ্রিয়