০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১১, ৩ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্প থেকে বাদ দেওয়া বৈষম্য: মাসুদ

নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্প থেকে বাদ দেওয়া বৈষম্য: মাসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নারায়ণগঞ্জের ঘনবসতিপূর্ণ জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও মেট্রোরেল এমআরটি-২ প্রকল্প থেকে বাদ দেওয়া নগরবাসীর প্রতি এক ধরনের ষড়যন্ত্র।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “নারায়ণগঞ্জ দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। এই শহর শিল্প, বাণিজ্য ও গার্মেন্টস উৎপাদনের কারণে জাতীয় অর্থনীতির রক্তস্রোত বহন করছে। অথচ দীর্ঘদিন ধরে নগরবাসী ভয়াবহ যানজটে অতিষ্ঠ। প্রতিদিন হাজার হাজার শ্রমিক, ছাত্রছাত্রী ও চাকরিজীবী মানুষ রাস্তায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন। আমি ব্যক্তিগতভাবে যানজট নিরসনে কিছু উদ্যোগ নিয়েছি, তবে এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। নারায়ণগঞ্জবাসীর জন্য বড় পরিসরে একটি স্থায়ী সমাধান প্রয়োজন।”

তিনি আরও বলেন, “প্রথম পরিকল্পনা অনুযায়ী এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জে ৪টি স্টেশন অন্তর্ভুক্ত করার কথা ছিল। আমরা ভেবেছিলাম, এই প্রকল্পের মাধ্যমে নগরবাসীর কিছুটা হলেও স্বস্তি ফিরবে। কিন্তু দুঃখজনকভাবে সম্প্রতি জানা গেছে, নারায়ণগঞ্জকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এটি শুধু অবহেলা নয়, বরং নারায়ণগঞ্জবাসীর প্রতি সরাসরি বৈষম্য।”

নারায়ণগঞ্জকে বাদ দিয়ে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ জনগণ মেনে নেবে না উল্লেখ করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমরা চাই, পূর্ব পরিকল্পনা বহাল রেখে নারায়ণগঞ্জকে যুক্ত করা হোক। নারায়ণগঞ্জকে বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হলে তা নগরবাসীর প্রতি বৈষম্য এবং জাতীয় উন্নয়ন থেকে বঞ্চিত করার শামিল হবে। নারায়ণগঞ্জের অধিকার কেড়ে নেওয়া মানে জনগণের সঙ্গে প্রতারণা। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নারায়ণগঞ্জের ন্যায্য অধিকার আদায় করব।”

সর্বশেষ

জনপ্রিয়