নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের এমপি প্রার্থী ইলিয়াসের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকালে আলীরটেক ইউনিয়নে গণসংযোগ করেন।
এসময় তিনি নেতাকর্মীদের নিয়ে দেওয়াল ঘড়ি মার্কার এলাকায় পদচারী গণসংযোগ চালান। নেতাকর্মীরা দেওয়াল ঘড়ি মার্কার প্ল্যাকার্ড ধারণ করে এলাকায় প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন, যাতে স্থানীয় জনগণ প্রার্থীর কার্যক্রম ও প্রতিশ্রুতি সম্পর্কে অবগত হতে পারেন।
গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, আলীরটেক ইউনিয়নের মাওলানা জালালুদ্দীন, কাশীপুর ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক জামাল উদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শাহনেওয়াজ, কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ এবং শ্রমিক মজলিসের জেলা অর্থ সম্পাদক আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠিত এ গণসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রার্থী ইলিয়াস আহমদ তাঁর নির্বাচনী প্রচারণা আরও গতিশীল ও জনমুখী করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন।