২১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩০, ২০ আগস্ট ২০২৫

জবাবদিহিতা ছাড়া খবরদারি মেনে নেবে না জনগণ: মাওলানা জব্বার

জবাবদিহিতা ছাড়া খবরদারি মেনে নেবে না জনগণ: মাওলানা জব্বার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ইউনিট দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “জবাবদিহিতা ছাড়া আর কোনো ধরনের খবরদারি করতে দেবে না দেশের জনগণ।”

তিনি আরও বলেন, “এক শ্রেণির মালিক আছেন যারা শ্রমিকদের শুধু শোষণ করতেই ব্যস্ত। শ্রমিকদের মানোন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধিতে তাদের কোনো ভূমিকা নেই। ফ্যাসিস্টদের মতো কেউ আচরণ করলে জনগণ বসে থাকবে না।”

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, শ্রমিক কল্যাণ মহানগর সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না। সঞ্চালনা করেন তিনি নিজেই।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সি ফাইসুল্লাহ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শহিদ হোসাইনসহ মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়