১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৭, ১৩ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আল মুজাহিদ মল্লিক।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে আনন্দবাজার হাটের চা দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান ও এলাকাবাসীর হাতে তিনি প্রচারপত্র তুলে দেন।

এ সময় তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। রাষ্ট্র কীভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারে, তার সবকিছু এই প্রচারপত্রে উল্লেখ আছে। সোনারগাঁয়ে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবে। আমি যে পরিশ্রম করছি, আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।”

এ সময় উপস্থিত ছিলেন এস এ মামুন, লুৎফর রহমান, এডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, কাউসার হামিদ, আমিনুল ইসলাম শান্ত, আব্দুর রহিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়