শহীদদের স্মরণে এতিম-পথশিশুদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার ও রেলস্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এতিম, অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “এতিম অসহায় পথশিশুদের খাওয়ালে আল্লাহ খুশি হন। আল্লাহকে পাওয়ার উত্তম মাধ্যম হলো মানুষের কল্যাণে কাজ করা। ২০২৪ সালের আন্দোলনে যারা রক্ত দিয়ে দেশটাকে জালিমদের কবল থেকে মুক্ত করার চেষ্টা করেছেন, আমি বিনয়ের সঙ্গে তাদের স্মরণ করছি। আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন।”
উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগর কর্ম পরিষদ সদস্য মো. হাবিবুর রহমান, জামায়াত নেতা কামরুল ইসলামসহ স্থানীয় শতাধিক নেতাকর্মী।