০৫ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১২, ৪ জুলাই ২০২৫

বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসীদের স্থান নেই: সাখাওয়াত

বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসীদের স্থান নেই: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জায়গা নেই। এদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জের বন্দরের ২২ নং ওয়ার্ডের আমিন স্কুল ঘাট এলাকায় বন্দর থানা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যাদের বিরুদ্ধে ইতিমধ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। কেউ প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যারা গত ১৫ বছর মাঠে-ঘাটে আন্দোলন করেছি, তারা সবাই ঐক্যবদ্ধ।”

সাখাওয়াত হোসেন বলেন, “আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫ আগস্ট বিজয়ের দিকে এগিয়ে গেছি। সেই বিজয় ধরে রাখতে হলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা বন্দরবাসীর পাশে থাকবেন। যাতে কোনো বিএনপির নেতা-কর্মীর দ্বারা কেউ হয়রানির শিকার না হন। যদি কেউ এমন কিছু করে, তাহলে আমাদের জানাবেন—আমরা ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “আমরা চাই বন্দর ও নারায়ণগঞ্জের সবাইকে সঙ্গে নিয়ে একসাথে এই শহরকে গড়ে তুলতে। বন্দরের যে সেতু, সেটা যেন দ্রুত নির্মিত হয়, তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আগামি নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই।”

বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরউদ্দিন আহমেদ, যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফ, থানা বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ পনেছ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়